: ভয়াল ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। এই দিবসের প্রতি শ্রদ্ধা রেখে নিজের জন্মদিন উদযাপন করেননি অভিনেতা ফারুক আহমেদ।
জনপ্রিয় এই অভিনেতা বলেন, ‘২৫ মার্চ গণহত্যা দিবস। একই সাথে এই দিনটিতেই আমার জন্ম। গণহত্যা দিবসে জন্মদিন পালন করা মানে শহীদের আত্মাকে অপমান করা। জীবনে আমি কখনো এই দিনে জন্মদিন পালন করবো না।’
দিনটিকে ঘিরে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। সবাইকে এই কথা সাফ জানিয়ে দিয়েছেন ফারুক আহমেদ, গণহত্যা দিবসে নিজের জন্মদিন উদযাপন করতে চান না তিনি।
উল্লেখ্য ২৫ মার্চ সঙ্গীতশিল্পী আসিফেরও জন্মদিন। সম্প্রতি আসিফও ঘোষণা দিয়ে জন্মদিন বর্জন করেছেন। গণহত্যা দিবসে জন্মদিন উদযাপন করবেন না আসিফ। ভক্তদেরও এদিনে কোন আয়োজন না করার অনুরোধ করেছেন আসিফ।
(Visited ৩ times, ১ visits today)