রবিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৩ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

কাপ্তাই হ্রদে আটকেপড়া ১৭৫ শিক্ষার্থী উদ্ধার

প্রতিবেদক
Alltime BD News24 .com
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ২:৩৮ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাই হ্রদে আটকেপড়া ১৭৫ জন শিক্ষার্থীকে উদ্ধার করল রাঙামাটি জেলা পুলিশ। শনিবার (৪ ফ্রেবুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে শুভলং এলাকায় কাপ্তাই হ্রদের চরে লঞ্চ আটকে যায়। দীর্ঘক্ষণ চেষ্টা করেও সেটি সরানো যায়নি। পরে সন্ধ্যায় জাতীয় জরুরিসেবা নম্বর ৯৯৯-এ কল করলে জেলা পুলিশ লঞ্চ নিয়ে গিয়ে শিক্ষার্থীদের উদ্ধার করে আনে।

এ উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অরিফুল আমিন ও নৌপুলিশের টিম।

 

জাতীয় জরুরিসেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে ঘটনা জানতে পেরে জেলা পুলিশ দ্রুততম সময়ের মধ্যে গিয়ে শিক্ষার্থীদের উদ্ধার করে। রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের উন্নয়ন বোর্ড ঘাটে লঞ্চটি আনা হয়। শিক্ষাসফরে আসা সবাই চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী। এই শিক্ষাসফরে কলেজের স্নাতক (সম্মান) ও মাস্টার্সের পাঁচটি ব্যাচের ১৭৫ জন শিক্ষার্থী অংশ নেয়।

চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু তাহের ভূইয়া বলেন, ‘শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলের দিকে কাপ্তাই হ্রদের মধ্যে চর এলাকায় আমাদের যাত্রীবাহী লঞ্চ আটকে যায়। লঞ্চ চালকরা দীর্ঘ সময় চেষ্টা করেও সেটি সরাতে পারেনি। দীর্ঘক্ষণ সময়ক্ষেপণের কারণে সন্ধ্যা হয়ে যায়। আমরা তখন শিক্ষার্থীদের নিয়ে কিছুটা আতঙ্কে পড়ি।’

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম বলেন, চট্টগ্রাম কলেজ থেকে শিক্ষাসফরে আসা লঞ্চটি কাপ্তাই হ্রদের ইয়ারিং এলাকায় চরের মধ্যে আটকে যায়। এ উদ্ধার কাজে নৌপুলিশের সদস্যরা সহায়তা করেছেন।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত