রবিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৩ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বিএনপি খোঁচা দিয়েছে, আমরা জ্বলে উঠেছি: তথ্যমন্ত্রী

প্রতিবেদক
Alltime BD News24 .com
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ২:৩৫ পূর্বাহ্ণ

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘আওয়ামী লীগ রাজপথের দল। দিয়াশলাইয়ের কাঠিতে যেমন খোঁচা দিলে জ্বলে উঠে। তেমনি আমাদের নেতাকর্মীদের একটা গুণ হলো, খোঁচা দিলে জ্বলে উঠে। তারা (বিএনপি) খোঁচা দিয়েছে, আমরা জ্বলে উঠেছি। রাজপথে নেমেছি। আগামী নির্বাচনে বিজয় ছিনিয়ে আনা ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না।’

তিনি বলেন, ‘বিএনপি জানে, নির্বাচনে তাদের কোনো সম্ভাবনা নেই। তাই তারা ষড়যন্ত্র করছে। নাশকতা ও বিশৃঙ্খলার পরিকল্পনা করছে। তারা এখন যদিও বা নিয়মতান্ত্রিক আন্দোলনের বাহানা করছে, সুযোগ পেলেই আবার নাশকতা করবে, জনগণকে ছোবল মারবে।’

নেতাকর্মীদের অনুরোধ জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘সতর্ক থাকতে হবে। রাজপথে নেমেছি, নির্বাচন পর্যন্ত রাজপথে থাকব। দেশে কাউকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায় আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে।’

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা মোড়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘দুনিয়ার কোথাও তত্ত্বাবধায়ক সরকার নাই, শুধুমাত্র পাকিস্তানে আছে। বাংলাদেশ পাকিস্তানকে অনুকরণ করে না, পাকিস্তান এখন বাংলাদেশকে অনুকরণ করে। বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না। সমস্ত সংসদীয় গণতান্ত্রিক দেশে যেই সরকার ক্ষমতায় থাকে তারা নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালন করে। আমাদের দেশেও নির্বাচনকালীন সময়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন, তার সরকার নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। আর নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে।’

তিনি বলেন, ‘বিএনপি আজকে সমগ্র বাংলাদেশের ৮টি জায়গায় সমাবেশের ডাক দিয়েছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে, দেশে একটি বিশৃঙ্খলা তৈরি করা। বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টার অংশ হিসেবে বিএনপি এবং তার জোট ধারাবাহিকভাবে নানা কর্মসূচি পালন করছে। তারা ঘোষণা দিয়েছিল ১০ ডিসেম্বর আওয়ামী লীগ সরকারকে বিদায় করে দিবে। আগ বাড়িয়ে আবার ঘোষণা দিয়েছিল, ১০ তারিখের পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নাকি দেশ চলবে। তারা বলেছে, ১০ লক্ষ মানুষের সমাবেশ করবে। তারা যাতে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ করতে পারে সেজন্য আমরা বললাম সোহরাওয়ার্দী উদ্যানে না গেলেও বাণিজ্য মেলার মাঠ কিংবা বিশ্ব ইজতেমার মাঠে যান। ওনারা বললেন, নয়াপল্টনের অফিসের সামনে সমাবেশ করবেন। কোনোভাবে নয়াপল্টন থেকে সরবে না। শেষ পর্যন্ত গরুর হাটের মাঠে সমাবেশ করলো। আর তাদের অফিসে পাওয়া গেল- তাজা বোমা, দুই লাখ পানির বোতল, কয়েক টন চাল। তার মানে, তাদের পরিকল্পনা ছিল ঢাকা শহরে বোমাবাজি করে বিশৃঙ্খলা তৈরি করা।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা ঘোষণা দিয়েছিলাম, ঢাকা শহরে সতর্ক পাহারায় থাকব। আমরা শহরজুড়ে সতর্ক পাহারায় ছিলাম। তারা যেই মাঠে সমাবেশ করেছে, সেখানে সর্বসাকুল্যে ২৫ হাজার মানুষ ধরে। আশপাশের জায়গাসহ ধরে নিলাম ৪৫ হাজার মানুষের একটি সমাবেশ করেছে। ফেসবুকে মানুষ বলে, ঘোড়ায় তিনটা ডিম পেড়েছে। আবার ঘোড়ার ওপর লিখে দিয়েছে ১০ তারিখ বিএনপি ঘোড়ার ডিম পেড়েছিল।’

হাছান মাহমুদ বলেন, ‘এরপর বিএনপি দিল হাঁটা কর্মসূচি, পদযাত্রা। মানুষ বলে বিএনপির মনে হয় দম ফুরিয়ে গেছে। এজন্য এখন মিছিলের পরিবর্তে হাঁটা শুরু করছে। দুর্মুখেরা বলছে, বিএনপি ভবিষ্যতে হামাগুড়ি দেওয়া শুরু করবে।’

বিএনপি এখন একটু লাইনে এসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘জেলে যাবার আগে মির্জা ফখরুল ও মির্জা আব্বাস সাহেবরা বক্তৃতা করেছেন, সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দিব। আওয়ামী লীগের ভিত বহু গভীরে, আওয়ামী লীগকে কেউ ধাক্কা দিলে সে নিজে পড়ে যায়। সুতরাং তারা ধাক্কা দিতে গিয়ে কোমর ভেঙে পড়ে গেছে। এখন তারা বলছে, আমরা কাউকে আর ধাক্কা দিতে চাই না। আমরা নির্বাচনের মাধ্যমে সরকারকে বিদায় করতে চাই।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি চায়, এমন একটি নির্বাচন ব্যবস্থা। যেই ব্যবস্থা তাদের ক্ষমতায় বসানো নিশ্চিত করবে। সেই ধরণের নির্বাচন বাংলাদেশে হবে না। বাংলাদেশে হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।’

তিনি আরো বলেন, ‘২০০৮ সালে সমগ্র পৃথিবী কর্তৃক একটি প্রশংসিত নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি পূর্ণ শক্তি দিয়ে আসন পেয়েছিল ২৯টি। ২০১৮ সালের নির্বাচনে ডান-বাম, অতিডান-অতিবাম, তালেবানসহ সবাইকে নিয়ে ঐক্য করে তারা আসন পেয়েছিল মাত্র ৬টি। তাই তারা বুঝতে পেরেছে আগামী নির্বাচনেও কোনো সম্ভাবনা নাই। তাই তারা এখন নানা বাহানা করছে।’

(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু কন্যার বিচক্ষণতা এবং একটি চাকরির নেপথ্য কাহিনী…

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সোমবার থেকে চার দিনব্যাপি বইমেলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সোমবার থেকে চার দিনব্যাপি বইমেলা

অর্থ আত্মসাৎ: সাবেক চেয়ারম্যানের সশ্রম কারাদণ্ড

মেসির বিয়েতে নিমন্ত্রণ পেলেন রোনালদো

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ৫ শতাধিক গ্রেফতার, ধরা পড়লেই ব্ল্যাকলিস্ট

নুসরাত হত্যা : ১৬ জনের মৃত্যুদণ্ড চেয়ে চার্জশিট দাখিল

বরিশালে বৃটিশ নাগরিক লুসি হল্টের জন্মদিন পালন করলেন জেলা প্রশাসক

যুবলীগে কোন চাঁদাবাজ, ধান্দাবাজ ঠাঁই পাবে না- শেখ ফজলে শামস পরশ

‘গণহত্যার’ অভিযোগে মিয়ানমারের সেনাপ্রধানের অবশ্যই বিচার হতে হবে: জাতিসংঘ

ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যাওয়ার্ড পাচ্ছে ১৬ শিল্প প্রতিষ্ঠান