জনপ্রিয় সঙ্গীতশিল্পী পড়শিকে এবার দেখা যাবে গ্রামের নতুন বউয়ের সাজে।‘মন ভুইলা’ নামের একটি গানের মিউজিক ভিডিওতে পড়শিকে বউরূপে দেখা যাবে।
ভিডিওটির স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর থেকেই আলোচনা ছড়িয়েছে। সেদিনের সেই ছোট্ট পড়শি কি হঠাত করেই বিয়ের পিঁড়িতে বসলেন? এমন গুঞ্জনও উঠেছে।
কিন্তু পড়শি জানালেন, বিয়ের পিঁড়িতে বসেছেন ঠিকই তবে শুটিংয়ের প্রয়োজনে। তানজিব সারোয়ারের লেখা ও সুরে গানটি গেয়েছেন পড়শী ও জুয়েল মোর্শেদ।
সম্প্রতি পূবাইল, ঢাকা ও পদ্মা নদীর পাড়ে হয়েছে শুটিং। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।আসছে পয়লা বৈশাখে ভিডিওটি প্রকাশ পেতে পারে।
(Visited ৯ times, ১ visits today)