বরগুনা পৌরসভার সদর রোড এলাকায় অভিযান চালিয়ে চারটি দোকানকে ১৩ হাজার ৫০০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসকের (ডিসি) পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
জানা গেছে, লাইসেন্স না থাকায় তাকওয়া ফল স্টোরকে পাঁচ হাজার, একই অপরাধে সেলিম মালিকানাধীন মাংসের দোকানকে দেড় হাজার, মো. আল আমিন মালিকানাধীন মাংসের দোকানকে পাঁচ হাজার ও মূল্য তালিকা না থাকায় মেসার্স মুজাহিদ স্টোরকে দুই হাজারসহ মোট ১৩ হাজা ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নিযুক্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (রাজস্ব মুন্সিখানা) রেভিনিউ মুন্সিখানা মো. আরিফুর রহমান শান্ত বলেন, কৃষি বিপণন আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারা অনুযায়ী ওই চারটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়েছে।
(Visited ১ times, ১ visits today)