বৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি ২০২৩ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে দীপু হত্যার বিচার দাবি বাসদের

প্রতিবেদক
Alltime BD News24 .com
ফেব্রুয়ারি ২, ২০২৩ ৩:২৫ পূর্বাহ্ণ

শ্রমিক নেতা কমরেড দীপু হালদার হত্যার এক বছর পরও কোনো বিচার না হওয়ায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখা।

বুধবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন খোকন, বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, নিহত দীপু হালদারের বোন সঞ্জু হালদার, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য বিজন সিকদার, নিহত দীপু হালদারের মেয়ে এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ২৯ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি জয়া হালদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সদস্য লামিয়া সাইমন প্রমুখ।

 

সমাবেশে বক্তারা বলেন, বাসদ ২৯ নম্বর ওয়ার্ড সংগঠক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা কমিটির সদস্য কমরেড দীপু হালদার গত বছরের ২৭ জানুয়ারি ইছাকাঠি এলাকায় সন্ত্রাসী হামলায় ছুরিকাহত হয়ে মারা যান। হত্যাকাণ্ডের এক বছর পার হলেও দোষীদের বিচার হয়নি বরং আসামিরা প্রকাশ্যে মাদক কারবারি চালাচ্ছে।

নেতারা আরও বলেন, কমরেড দীপু হালদার অত্যন্ত প্রগতিশীল মানসিকতার একজন সমাজসচেতন মানুষ ছিলেন। তার বাবা রমেন্দ্রনাথ হালদার একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি নিজে শ্রমজীবী মানুষের পক্ষের সব আন্দোলনে অংশ নিতেন। তার নিজের আবাসিক এলাকায় তাকে ছুরিকাহত করে এভাবে হত্যার ঘটনা এবং বিচারহীনতা বরিশালবাসীকে উদ্বিগ্ন করেছে। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি