বৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ধীরে ধীরে কাজে মনোযোগী হবেন তিশা

প্রতিবেদক
Alltime BD News24 .com
জানুয়ারি ২৬, ২০২৩ ৩:৪১ পূর্বাহ্ণ

দীর্ঘদিন পর কাজে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তবে খুব বেশি ব্যস্ততা নিয়ে নয়। বরং ধীরে ধীরে কাজে মনোযোগী হবেন বলে জানিয়েছেন তিনি।

 

এরই মধ্যে সম্প্রতি নতুন একটি বহুজাতিক কোম্পানির নির্দিষ্ট একটি ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসাবে চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী।

গত সপ্তাহে চুক্তিসই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হিসাবে আনুষ্ঠানিকভাবে পরিচিত হন তিনি। এর আগে নিজের অভিনীত একটি সিনেমার প্রচারণায় অংশগ্রহণ করতে দেখা গেছে তিশাকে। সিনেমার নাম ‘বীরকন্যা প্রীতিলতা’।
গতবছর একাধিকবার মুক্তির তারিখ প্রকাশ করা হলেও এখনো সিনেমাটি মুক্তি দেওয়া হয়নি। জানা গেছে চলতি বছরে এ সিনেমাটি মুক্তি দেওয়া হবে। এদিকে দীর্ঘদিন আটকে থাকার পর সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে তার অভিনীত সিনেমা ‘শনিবার বিকেল’।

এটি পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এটি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আসছে ঈদ উপলক্ষ্যে এ অভিনেত্রীকে নতুন নাটকে দেখা যাবে বলেও জানা গেছে। কয়েকজন নির্মাতা তাকে নিয়ে কাজ করার কথা জানিয়েছেন।

কাজে ফেরা প্রসঙ্গে নুশরাত ইমরোজ তিশা বলেন, ‘ধীরে ধীরে কাজে ফেরার চেষ্টা করেছি। তবে খুব বড় পরিসরে নয়। আসছে ঈদুল ফিতর নিয়ে কয়েকটি কাজের বিষয়ে কথা হচ্ছে। এখনো নিশ্চিত বলতে পারছি না। তবে ধীরে ধীরে কাজে মনোযোগী হব।’

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত