শুক্রবার , ২০ জানুয়ারি ২০২৩ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

মানসম্মত শিক্ষার জন্য স্কুলিং এর বিকল্প নাই : বিভাগীয় কমিশনার

প্রতিবেদক
Alltime BD News24 .com
জানুয়ারি ২০, ২০২৩ ৬:০৬ পূর্বাহ্ণ

আউয়াল-শামছুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরিশালের বিভাগীয় কমিশনার আমিন উল আহসান বলেন, জিপিএ-৫ পেলেই সুশিক্ষিত হওয়া যায় না। সার্টিফিকেটই জীবনের সব নয়। জীবনের সামনে লক্ষ্য থাকতে হবে। জীবনে বড় হওয়ার কোন শর্টকাট মেথড নেই। সফল হতে হলে প্রতিটা ধাপ ভালোভাবে পার করতে হবে। যারা জিপিএ-৫ পায়নি তারাও ভালো কিছু করতে পারে। এজন্য আমাদের সবাইকে উৎসাহ দিতে। (এক্ষেত্রে তিনি বিজ্ঞানী টমাস আলভা এডিসন এর স্কুল জীবনের ঘটনা তুলে ধরেন)। পরিশ্রম করলে সফলতা আসবেই। সৃষ্টিকর্তা সবাইকে মেধা দিয়েছে। যে চর্চা করবে সে জীবনে সফল হবে। ছেলে মেয়েদের স্কুলগামী করতে হবে। স্কুল আমাদের শৃংখলা শিখায়। ভালো রেজাল্টের জন্য শুধু কোচিং নির্ভর হওয়া যাবে না। মানসম্মত শিক্ষার জন্য স্কুলিং এর বিকল্প নাই। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন সংগ্রাম করে গেছেন। তিনি আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন বলেই আজ আমরা বড় বড় পদে কাজ করার সুযোগ পেয়েছি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ২০৪১ সালে আমাদের দেশ উন্নত দেশে পরিনত হবে। ইউএসএ, ক্যানাডার লোক তখন বাংলাদেশে আসার আগ্রহ করবে। যেমনটা এখন আমাদের দেশের মানুষ ইউরোপের দেশগুলোতে যাওয়ার জন্য আগ্রহী।

শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যেশ্য করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক হতে হবে। নির্দিষ্ট সময়ের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার না করাই ভালো। এদিকে অভিভাবকদের নজরদারি বাড়াতে হবে। মা-বাবাদের উচিত ছেলে মেয়েদের সময় দেওয়া। বিশেষ করে বাবারা সন্তানদের সময় দেয় না। ফলে সন্তানদের সাথে বাবার সম্পর্কে দুরত্ব তৈরি হয়। আপনার সন্তানকে সময় দিন ইতিহাস-অতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিন। বিছিন্ন ভাবে সন্তান বেড়ে উঠলে সে ভয়ংকর হয়ে উঠতে পারে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় মুলাদী উপজেলার কাজীরচর ইউনিয়নের বেগম সামছুন্নাহার শিশু কল্যান প্রথমিক বিদ্যালয় মাঠে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আউয়াল-শামছুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ও কাজিরচর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মন্টু বিশ্বাসের সভাপতিত্বতে অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন সমবায় অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও আউয়াল-শামছুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক ডাঃ মোঃ হারুন অর রশিদ বিশ্বাস।

অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান।

সমাজ সেবক মোয়াজ্জেম বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তরিকুল হাসান খান মিঠু, মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ, মুলাদী পৌরসভার মেয়র মোঃ শফিক উজ্জামান রুবেল, মুলাদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারী, বীরমুক্তিযোদ্ধা আলী আকবার, মুলাদী মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল বারেক সিকদার, মুলাদী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন সুমন, মুলাদী উপজেলা কৃষকলীগের সভাপতি এস এম কামাল পাশা , আরিফ মাহামুদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, কাজীরচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাড়ী প্রমুখ।

এ সময় মুলাদী উপজেলার ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯০ মেধাবী ছাত্র ছাত্রীর মাঝে সনদ বিতরন ও উপবৃত্তি প্রদান করেন।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি