বাংলাদেশ পুলিশে প্রশংসনীয় ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুইজন কর্মকর্তাকে “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২২ (আইজি’জ ব্যাজ)” প্রদান করা হয়।
আইজি’জ ব্যাজে ভূষিত বরিশাল মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা হলেন উপ-পুলিশ কমিশনার সিএসবি বি এম আশরাফ উল্যাহ তাহের ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মােঃ ফজলুল করিম। উপ-পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের চতুর্থবারের মত এই পদকে ভূষিত হলেন।
পুলিশ সপ্তাহ ২০২৩ এর তৃতীয় দিনে ৫ জানুয়ারি দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে প্রধান অতিথি হিসেবে আইজি’জ ব্যাজ প্রদান করেন, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম ।
উল্লেখ্য যে, বাংলাদেশ পুলিশে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবার ৪৫৮ জন পুলিশ সদস্যকে “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২২ (আইজি’জ ব্যাজ)” প্রদান করা হয়।