স্পোর্টস ডেস্ক:
কলম্বো টেস্টে হারের পর শ্রীলংঙ্কান ক্রিকেটের এপিটাফ লিখে ফেলেছিলো দ্বীপ দেশটির মিডিয়া। এবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হারের পরও যথারীতি ‘ছেড়ে কথা বলেনি’ তারা। টাইগারদের বিপক্ষে এই পরাজয়কে ‘যন্ত্রণাদায়ক’ আখ্যা দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম।
শ্রীলংকার প্রধান ইংরেজী দৈনিক দ্য আইল্যান্ড তাদের স্পোর্টস বিভাগের প্রধান সংবাদের শিরোনাম করেছে, ‘বাংলাদেশের বিপক্ষে যন্ত্রণাদায়ক পরাজয়’।
রিপোর্টে বলা হয়েছে, এর আগে এক নম্বর দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে নাস্তানুবাদ হলেও দুঃখ ছিলো না। কিন্তু টেস্ট পরিবারের কনিষ্ঠতম সদস্য দেশটির বিপক্ষে এমন পরাজয় গ্রহণ করা কঠিন।
পত্রিকাটি বলছে, শনিবারের পরাজয়ে মনে হচ্ছে দলের মধ্য কোন সমস্যা আছে। অতীতেও এ সব বিষয় সামনে আসেলও খুব বেশি গুরুত্ব দেয়া হয়নি।
বাংলাদেশের সাম্প্রতিক উন্নতি ও হাতুরুসিংহের অবদানের কথা বলেছে পত্রিকাটি। বলেছে নিজেদের ফিল্ডিংয়ের ’দৈন্যদশার’ কথাও।