বৃহস্পতিবার , ১৭ নভেম্বর ২০২২ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

অজয়ের সিনেমার ৭৭ হাজার অগ্রিম টিকিট বিক্রি

প্রতিবেদক
Alltime BD News24 .com
নভেম্বর ১৭, ২০২২ ২:১৩ পূর্বাহ্ণ

বলিউড অভিনেতা অজয় দেবগনের পরবর্তী সিনেমা ‘দৃশ্যম টু’। আগামী ১৮ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এ সিনেমার প্রথম পার্টের মতো দ্বিতীয় পার্ট নিয়েও দর্শক আগ্রহের কমতি নেই। অন্তত অগ্রিম টিকিট বিক্রির রিপোর্ট সে কথা বলছে। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে সাড়া ফেলবে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, জাতীয়ভাবে তিনটি (পিভিআর, আইনক্স ও সিনোপোলিস) চেনে অগ্রিম মোট টিকিটি বিক্রি হয়েছে ৭৭ হাজার ১০৫টি। বুধবার (১৬ নভেম্বর) বিকাল পর্যন্ত মুক্তির প্রথম সপ্তাহের জন্য বিক্রি হয়েছে এসব টিকিট। আগামী শুক্রবার মুক্তি পাবে সিনেমাটি। এখনো আরেক দিন বাকি আছে। সুতরাং অগ্রিম টিকিট বিক্রির সংখ্যা আরো বাড়বে।

‘দৃশ্যম টু’ নির্মাণ করেছেন অভিষেক পাঠক। ক্রাইম-থ্রিলার ঘরানার এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—অজয় দেবগন, টাবু, শ্রেয়া সরন, রজত কাপুর, ইশিতা দত্ত প্রমুখ।

মালায়ালাম ভাষার বহুল আলোচিত সিনেমা সিরিজ ‘দৃশ্যম’। জিতু জোসেফ পরিচালিত এ সিরিজের প্রথম পার্ট মুক্তি পায় ২০১৩ সালে। দ্বিতীয় পার্ট মুক্তি পায় ২০২১ সালে। এ দুই পার্টে প্রধান চরিত্রে অভিনয় করেন মোহনলাল।

২০১৫ সালে পরিচালক নিশিকান্ত কামার একই নামে হিন্দি ভাষায় রিমেক করেন। এ সিরিজের দ্বিতীয় পার্টটি রিমেক করেছেন অভিষেক পাঠক। দুই পার্টে মোহনলালের চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি