পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের কাউখালীতে প্রতিবন্ধী দম্পতির স্ত্রীর সিজারিয়াল অপারেশনের খরচ দিলেন পিরোজপুর জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান। কাউখালী উপজেলার চিরপাড়া গ্রামের প্রতিবন্ধী মোঃ শাহিনের প্রতিবন্ধী স্ত্রী রেনু বেগম কে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মদ খালেদা খাতুন রেখা কাউখালী হাসপাতাল রোডে মা ক্লিনিকে সিজারিয়াল ডেলিভারি করার জন্য নিজ উদ্যোগে ভর্তি করে দেন।
পরে ১০ নভেম্বর প্রতিবন্ধী রেনু বেগমকে সিজারিয়াল অপারেশনের মাধ্যমে একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করেন। উক্ত প্রতিবন্ধীর দম্পত্তির খরচ বাবদ জেলা প্রশাসকের পক্ষ থেকে আজ বুধবার দুপুরে পনের হাজার টাকা দম্পতির হাতে তুলে দেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ খালেদা খাতুন রেখা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।