রিশালে কোস্টগার্ডের অভিযানে ৬০০ ’ কেজি জাটকা জব্দ করা হয়েছে। বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোনস্থ বরিশাল কোস্টগার্ডের বিসিজি স্টেশান টিম অভিযান চালিয়ে এই জাটকা জব্দ করেন।
কোস্টগার্ডের গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (০৬ নভেম্বর ) রাত আনুমানিক ৩ টার দিকে বরিশাল সদর উপজেলার চরমোনাই ব্রিজ সংলগ্ন কীর্তনখোলা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয় ।
এসময় অভিযানে ২ টি ফিসিং বোট, ১ টি স্টিল বডি ট্রলার তল্লাশি ৬০০ কেজি জাটকাসহ ৩৩ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে বরিশাল সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার নির্দেশক্রমে জেলেদের ফিসিং বোট ও ট্রলারসহ মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা এবং গরীব দুঃস্থদের মাঝে বিতরন করা হয়।
(Visited ২ times, ১ visits today)