ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমারের মুঠোফোন নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তি ও সংস্থাকে ফোন করে টাকা দাবি করেছে একটি প্রতারক চক্র।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে একটি সতর্কীকরণ পোষ্ট করেছেন ইউএনও নিজেই।
সেই পোস্টে বলা হয়েছে, ‘কিছু প্রতারক ও অসাধু চক্র বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠোফোন নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তি ও সংস্থাকে ফোন করে টাকা দাবি করছে। ইউএনও বা তার পক্ষে কখনো কারো নিকট টাকা দাবি করা হয় না। তাই কেউ টাকা দিবেন না।’
এ বিষয়ে বিপুল কুমার বলেন, ‘মুঠোফোন নম্বর ক্লোনের বিষয়টি ইতোমধ্যে পুলিশকে জানানো হয়েছে। এছাড়া সকলকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক ও সচেতন থাকার জন্য ফেসবুকে পোস্ট করেছি।’
(Visited ৩ times, ১ visits today)