ছেলেকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সন্তানকে নিয়ে বাবা অনিল কাপুরের বাসায় উঠেছেন সোনম। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, নাতিকে স্বাগত জানাতে বাড়ির দরজায় অপেক্ষা করছিলেন অনিল। এই সময় তাকে বেশ উচ্ছ্বসিত দেখাচ্ছিল। এছাড়া এ উপলক্ষে পূজারও আয়োজন করা হয়। পরবর্তী সময়ে মিষ্টিও বিতরণ করেন অনিল কাপুর।
দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালের ৮ মে আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সোনম কাপুর। এরপর গত মার্চে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি জানান। গত ২০ আগস্ট সন্তানের জন্ম দিয়েছেন সোনম। স্বামী আনন্দ আহুজার সঙ্গে এটি তার প্রথম সন্তান।
পরবর্তী সময়ে ছেলের আগমনের খবরটি জানিয়ে সোনম ও আনন্দ আহুজা এক বিবৃতিতে লেখেন, ‘২০.০৮.২০২২, আমাদের পুত্র সন্তানকে পৃথিবীতে স্বাগত জানিয়েছি। এই পথচলায় সহযোগিতার জন্য সকল চিকিৎসক, নার্স, বন্ধু এবং পরিবারের সদস্যদের ধন্যবাদ। এটি সবে শুরু কিন্তু আমরা জানি, জীবন পরিবর্তনশীল।’