বিশ্বকাপ বাছাই পর্বে চিলির বিপক্ষে সহকারী রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণের দায়ে আন্তর্জাতিক ফুটবলে চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন লিওনেল মেসি।
চিলির বিপক্ষে ১-০ গোলে জয় পায় মেসির দল। এ ম্যাচে ব্রাজিলিয়ান সহকারী রেফারি ডিউসন সিলভার উদ্দেশে কুৎসিত গালি দেওয়ায় মেসিকে এই শাস্তি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেই সঙ্গে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানাও করা হয়েছে।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ও মেসিকে মঙ্গলবার এই শাস্তির কথা জানিয়েছে ফিফা। আর্জেন্টিনা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে।
মঙ্গলবার ফিফা জানায়, ওই ঘটনার সময় মেসি সহকারী রেফারির উদ্দেশে অপমানজনক কথা বলে।
নিষেধাজ্ঞার কারণে লা পাসে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দুইটায় বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে খেলতে পারবেন না মেসি। তার বাকি তিন ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হবে বিশ্বকাপ বাছাইপর্বের পরের ম্যাচগুলোয়।