পটুয়াখালীর দুমকিতে ১০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য (মেম্বার) মো. গোলাম মোস্তফা খানকে (২৭) আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার রাতে উপজেলার পায়রা সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে তাকে আটক করে।পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গোলাম মোস্তফা পার্শ্ববর্তী উপজেলা বাকেরগঞ্জের দাওকাঠি গ্রামের জয়দর আলী খানের ছেলে। তিনি বর্তমানে বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের ৫নং ওয়ার্ড দাওকাঠি গ্রামের রানিং ইউপি সদস্য (মেম্বার)।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. আবদুস সালাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী দুমকি উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত মোস্তফাকে নিয়মিত মামলায় শুক্রবার কোর্টে সোপর্দ করা হবে।
(Visited ১ times, ১ visits today)