সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরেছেন দৈনিক প্রথম আলোর প্রধান ফটো সাংবাদিক জিয়া ইসলাম। গত ৯ জানুয়ারি মধ্যরাতে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির সামনে মোটর সাইকেলে করে যাওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায় তিনি গুরুতর আহত হয়েছিলেন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে নেওয়া হয় অ্যাপোলো হাসপাতালে।
উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে (১৩ জানুয়ারি) এয়ার অ্যাম্বুলেন্সে করে জিয়া ইসলামকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুর যাওয়ার আড়াই মাস পর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যায় সুস্থ হয়ে ঢাকায় পরিবারের কাছে ফিরেছেন আলোকচিত্র সাংবাদিক জিয়া ইসলাম।
জিয়া ইসলামের সহকর্মী প্রথম আলোর সিটি এডিটর কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
(Visited ৪ times, ১ visits today)