শুক্রবার , ২২ এপ্রিল ২০২২ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবেঃ পুলিশ কমিশনার বিএমপি

প্রতিবেদক
Alltime BD News24 .com
এপ্রিল ২২, ২০২২ ৪:৩১ পূর্বাহ্ণ

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর-২০২২ উপলক্ষ্যে আজ ২১ এপ্রিল ২০২২ খ্রিঃ বেলা ১৪.০০ ঘটিকায় বরিশাল জেলা পুলিশ লাইন্স ড্রিলসেডে বিএমপি কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন, সম্মানিত অতিরিক্ত আইজিপি, পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।

সমন্বয় সভায় সভাপতি মহোদয় বাস মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতি, শ্রমিক নেতৃবৃন্দ, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিসি, বিআরটিএ, রোডস এন্ড হাইওয়ে, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি, নৌ সদর থানার প্রতিনিধি, রেপিড একশন ব্যাটালিয়ন প্রতিনিধি, প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সাধনের লক্ষ্যে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে এ সময় তিনি বলেন, মুসলিম ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে হলে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে হবে। এর জন্য আমাদেরকে ঘরমুখো মানুষ সহ সর্বসাধারণের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সার্বিক যোগাযোগ ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থাপনা, পরিবহনের এন্ট্রি-এক্সিট পয়েন্ট, পার্কিং ব্যবস্থা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক সহ সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় সাধন করে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করতে হবে।

এ সময় তিনি আমন্ত্রিত সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বিএমপি’র থানা পুলিশ, ট্রাফিক ডিভিশন, ডিটেকটিভ ব্রাঞ্চ, সিটি স্পেশাল ব্রাঞ্চ, সহ সকল ইউনিট কমান্ডারদের সকলের সাথে পারস্পরিক সমন্বয় সাধন করে জননিরাপত্তা নিশ্চিতকল্পে একসাথে কাজ করার নির্দেশ প্রদান করেন। এক্ষেত্রে তিনি কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রমকে সম্পৃক্ত করার জন্য নির্দেশ প্রদান করেন।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপস এন্ড প্রসিকিউশন জনাব রাসেল পিপিএম-সেবা
এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন জনাব মােহাম্মদ এনামুল হক,উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর জনাব মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব মােঃ মােকতার হােসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার দক্ষিণ জনাব মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক, জনাব এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) জনাব খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মােঃ মনজুর রহমান ‘পিপিএম-বারসহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন, আমন্ত্রিত বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি