বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে ১ লাখ মিটার চর ঘেরা ও ২ হাজার মিটার মশারি জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) দিনব্যাপী অভিযানে জালগুলো জব্দ করা হয়।
কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার এম ইউসুফ বিষয়টি নিশ্চিত করে জানান, পাথরঘাটা উপজেলাধীন বিষখালী নদীর নিশানবাড়িয়া, বাদুরতলা, হরিণঘাটা, মাছের খাল, চরদুয়ানি, হাজির খাল ও তদসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ মিটার চরঘেরা ও ২ হাজার মিটার মশারি জাল জব্দ করা হয়। পরে জব্দ জালগুলো মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
(Visited ২ times, ১ visits today)