বৃহস্পতিবার , ২১ এপ্রিল ২০২২ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে কালবৈশাখী ঝড়ে ঘর ভেঙে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু

প্রতিবেদক
Alltime BD News24 .com
এপ্রিল ২১, ২০২২ ৪:১১ পূর্বাহ্ণ

বরিশালেরে মেহেন্দিগঞ্জে কালবৈশাখী ঝড়ে ঘর চাপায় শ্বশুর ও পুত্রবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের গাগুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বেপারী জানান, বিকেল সাড়ে ৪টায় কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় আলিমাবাদ ও শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী গাগুড়িয়া এলাকায় ৮-১০টি ঘর ভেঙে পরে যায়। তখন ঘর চাপায় রুস্তম আলী হাওলাদার (৭২) ও তার ছেলে বারেক হাওলাদারের স্ত্রী জয়নব বিবি (৩৫) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এছাড়া আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

আলিমাবাদ ইউনিয়নের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম বলেন, ঘটনাস্থল শ্রীপুর ইউনিয়নের মধ্যে তবে বিস্তারিত জানতে পারিনি। শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. হারুন অর রশীদ বলেন, বিষয়টি আলিমাবাদ ইউনিয়নের মধ্যে।

তবে যারা মৃত্যুবরণ করেছেন তারা আমার ইউনিয়নের বাসিন্দা ছিলেন। নদীর ভাঙনের কারণে সম্প্রতি গাগুড়িয়াতে গিয়ে বসতি গড়েন।

(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি