নিজস্ব প্রতিবেদক.
সৎ পথে থেকে সাংবাদিকতা করতে হবে।মুক্তিযুদ্ধ ও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গনমাধ্যমকে সজাগ থাকতে হবে।সত্যকথাগুলো তুলে ধরতে হবে।প্রতিবন্ধকতা আসবে কিন্তু সৎপথে থাকলে সকল প্রতিবন্ধকতা পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া যায়।বরিশাল সাংবাদিক পরিষদ আয়োজিত ”মুক্তিযুদ্ধ,স্বাধীনতা,সুখী সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গঠনে গনমাধ্যমের ভুমিকা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ গাউস এ কথাগুলো বলেন।তিনি বলেন বর্তমানে সাংবাদিকতা পেশাটিকে একদল মানুষ নিজেদের ব্যবসা বানিয়ে ফেলেছে।এ অবস্থা থেকে বের হয়ে আসতে প্রেসক্লাব সহ সাংবাদিক নেতৃবৃন্দ ও সংগঠনসমুহকে এগিয়ে আসতে হবে।২৭ মার্চ বিকেল ৪টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এ সময় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার {দক্ষিন}মোঃ গোলাম রউফ খান পিপিএম,বার।তিনি বলেন মুক্তিযুদ্ধ শেষ হয়নি যুদ্ধ চলছে।রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমানে এ যুদ্ধ চালিয়ে যেতে হবে।তিনি বলেন গনমাধ্যমকে সহায়ক ভুমিকা পালন করতে হবে।ভালোকে ভালো এবং খারাপকে খারাপ এ নীতি ঠিক থাকলে সাংবাদিকরা পথভ্রষ্ট হবেনা।অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি জি এম ফারুক লিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ জাকির হোসেন।তিনি বলেন সাংবাদিকতায় প্রশিক্ষনের কোন বিকল্প নেই।একজন ব্যক্তি তখনই ভাল সাংবাদিক হবে যখন তিনি প্রশিক্ষিত হয়ে সাংবাদিকতা করবে।সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রাইসুল ইসলাম অভির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন।তিনি বলেন বরিশাল থেকে অপসাংবাদিক ও দালাল সাংবাদিক দূর করতে হবে।এজন্য তিনি প্রশাসনের সহযোগিতা চান।এ ছাড়াও বক্তব্য রাখেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম ইকবাল,সহ সাধারন সম্পাদক দেবাশীষ চক্রবর্ত্তী,দৈনিক বরিশাল অঞ্চল পত্রিকার সম্পাদক মোস্তফা জামান মিলন।এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি ফারুক আহম্মেদ,এম ফোরকান,যুগ্ন সম্পাদক আসাদুজ্জামান মুরাদ,দপ্তর সম্পাদক এস জি এম খালেদ,কোষাধ্যক্ষ বশির আহম্মেদ,প্রচার সম্পাদক এম এসআই লিমন,কার্যকরী পরিষদ সদস্য আরিফুর রহমান,সুমন হালদার আশীষ,এম আর লিংকন,সোহাগ,আলমগীর হোসেন,জাকারিয়া আলম দিপু,মাহিম খান,নূরে আল্লামিন বাপ্পী,মাহফুজুল ইসলাম সহ সদস্যবৃন্দ।