নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল নগরীর কাশিপুর ইছাকাঠি এলাকায় ভাতিজা কর্তৃক বিধবা চাচির জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন চাচি কুলসুম বেগম। এরপর এয়ারপোর্ট থানা পুলিশ এবং বিসিসি’র প¬ান বহির্ভূত বিল্ডিং নির্মাণ করায় সিটি কর্পোরেশনের আরআই জাহাঙ্গীর ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন। মামলা সূত্রে জানা যায়, কাশিপুর ইছাকাঠি এলাকার মৃত শেখ আঃ লতিফের স্ত্রী কুলসুম বিবি ১৯৬৯ সালে সাফ কবলামূলে ওই জমিটি ক্রয় করে ভোগ দখল করছেন। সম্প্রতি তিনি ওই জমিতে ইমারত নির্মাণের জন্য নির্মাণ সামগ্রী এনে রাখেন। কিন্তু বিগত ১৪ মার্চ বিবাদী ওই এলাকার মৃত আঃ বারেক এর পুত্র শেখ জামাল হোসেন এবং আঃ মাজেদ এর পুত্র মোঃ মাসুদ দলবল নিয়ে জমিটি দখল করতে আসেন। এ সময় তারা বাধা দিলে দখলকারীরা চলতে ভয়ভীতি দেখিয়ে চলে যায়। এরপর পুনরায় তারা ওই জমিটি নিজেদের দাবী করে দখল কররে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভুক্তভোগী কুলসুম জানান, দখলকারী শেখ জামাল হোসেন ১৯৮০ সালের একটি ভূয়া একটি দলিল দেখিয়ে ওই জমি নিজের দাবী করে। আর দখলকারীদের মদদ দিয়ে যাচ্ছে ওই এলাকার কথিত উকিল মাসুদ এবং সুলতান ওরফে আটা সুলতান। তিনি আরো বলেন, দখলকারী গংরা এলাকায় বিভিন্ন মানুষের জমি দখল করে এবং তাদের বিরুদ্ধে জাল জালিয়াতির মাধ্যমে অপরের জমি দখলেরও অভিযোগ রয়েছে। কুলসুম বিবি বলেন, যেখানে জমিটি নিয়ে মামলা চলছে এবং থানা পুলিশ এসে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন সেখানে শেখ জামাল পুনরায় নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি এবং তার ছেলে নিরাপত্তাহীনতায় ভূগছে।