চাল,ডাল তেল,গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর দাবিতে ঝালকাঠিতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সি,পি,বি) জেলা কমিটির পথ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬মার্চ) বিকেল ৫ টায় প্রেসক্লাব সামনের সড়কে ঘন্টাব্যাপী এ পথ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় বক্তব্য রাখেন,জেলা সি,পি,বির সভাপতি কমরেড স্বপনসেন গুপ্ত, সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি,তেল গ্যাস বিদ্যুৎ ওবন্দর রক্ষা জাতীয় কমিটির আহবায়ক এস, এম হুমায়ুন কবির, শহর কমিটির সাধারণ সম্পাদক চাঁদ মোহন কংস বনিক,সদস্য মেসেল উদ্দিন হাওলাদার, ছাত্র ইউনিয়ন নেতা মানিক গাইন, বিপ্লব চক্রবত্তী, বদরুজ্জামান,রিয়াত প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, চাল, ডাল, তেল ও গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্যবৃদ্ধি ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ বিপাকে পরেছে। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। আমাদের এ দাবি মেনে না নেয়া হলে এ কর্মসূচি চলবে।বাংলাদেশ কমিউনিস্ট পাটি সি,পি,বি সপ্তাহব্যাপী দাবি দিবস কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতেও পথ সভা ও মানববন্ধন আয়োজন করা হয়।