বাবুগঞ্জ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের তৃতীয় ধাপে ১৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের ঘর নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া গ্রামে ১৮ টি গৃহহীনদের ঘর নির্মাণ কাজের উদ্ধোধন করা হয়েছে। প্রতিটি ঘর ২ লক্ষ ৪০ হাজার টাকা ব্যায়ে নির্মান করা হবে।
এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউপি চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, বাবুগঞ্জ থানা পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ অলিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আনিছুর রহমান সিকদার, ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, দেহেরগতি ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, কেদারপুর ইউপি চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক সুরুজ সিকদার, দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রশিদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজী জসিম উদ্দিন শুভ, ইউপি সদস্য মোঃ মোশাররফ হোসেন প্রমূখ।