সোমবার , ২১ ফেব্রুয়ারি ২০২২ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

সিএ লাইসেন্স পেল বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদক
Alltime BD News24 .com
ফেব্রুয়ারি ২১, ২০২২ ৩:০৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ব্যাংককে সার্টিফায়িং অথরিটির (সিএ) লাইসেন্স দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ (সিসিএ)।

এ লাইসেন্স অনলাইন লেনদেনে আর্থিক ঝুঁকি কমানোর ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল সইয়ের প্রচলন করবে। একই সঙ্গে অনলাইন লেনদেনের ক্ষেত্রে তথ্য প্রদানকারী ও গ্রহণকারীর পরিচিতির পাশাপাশি তথ্যের গোপনীয়তা, নির্ভরযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করবে।

রোববার (২০ ফেব্রুয়ারি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বাংলাদেশ ব্যাংককে আনুষ্ঠানিকভাবে এ লাইসেন্স প্রদান করেন।

এসময় তিনি বলেন, এই কার্যক্রম বাংলাদেশে ইলেক্ট্রনিক ও ডিজিটাল স্বাক্ষর প্রসারের ক্ষেত্রে একটি মাইলফলক। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যাংক খাতে ডিজিটাল স্বাক্ষর বাস্তবায়নের ফলে দেশের জনগণের অনলাইন আর্থিক লেনদেনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিসিএ’র প্রধান নিয়ন্ত্রক মোহাম্মদ আবু সাঈদ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির।

এতে আইসিটি বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি