টেলিভিশন অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিন আবারও বিয়ে করেছেন। তার স্বামী বি. আহমেদ রাহী পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার।
গত ২ ফেব্রুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সারিকা এই তথ্য নিশ্চিত করেছেন।
সবার দোয়া চেয়ে সারিকা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি বিয়ের আমেজ কাটিয়ে শুটিংয়ে ফিরবেন তিনি।
এর আগে ২০১৪ সালে মাহিম করিম নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন সারিকা। ২০১৬ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। সেহরিশ আনায়া নামে তাদের এক কন্যাও রয়েছে।
(Visited ২ times, ১ visits today)