নিজস্ব প্রতিবেদকঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিবাহ অনুষ্ঠানে আগত দুই ভাই সাইফুল ইসলাম রুবেল (৩৫) ও শফিকুল ইসলাম জুয়েল (৩০)কে মারধর করেছে ওই অনুষ্ঠানের আগত ১০ থেকে ১২ জন ব্যক্তি।
গত ২৪ ডিসেম্বর শুক্রবার বান্দ রোড এলাকায় সাউথ কিং এর পিছনে সন্ধ্যা ৭ টা সময় একটি বিবাহ অনুষ্ঠানের খুটিনাটি বিষয় নিয়ে প্রতিপক্ষে সাথে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষ রুইয়ার পোল এলাকার মিলন মোল্লা, বান্দ রোড এলাকার মোঃ সুজন, মোঃ শাকিল, সাকিল ইসলাম ও মিঠু সহ ৭ থেকে ৮ জন আহত দুই ভাই সাইফুল ইসলাম রুবেল ও শফিকুল ইসলাম জুয়েল কে হত্যার উদ্দেশ্যে লাঠি দিয়ে পিছন থেকে মাথার উপর এলোপাতাড়ি আঘাত করে। পরে আহত সাইফুল ইসলাম রুবেল এর অবস্থা গুরুতর হলে স্বজনরা তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ভুক্তভোগী সূত্রে জানা যায় যে, শুরু থেকেই প্রতিপক্ষ তাদের উস্কানিমূলক কথা বলে যাচ্ছিল ও প্রতিপক্ষের সাথে পূর্ব শত্রুতার জের থাকায় এবং বিবাহ অনুষ্ঠানে বিভিন্ন মতের অমিল হওয়ায় তাদের উপর এই হামলাকান্ড চালায়।
এ ঘটনায় দুই জনকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ ।