মঙ্গলবার , ২১ ডিসেম্বর ২০২১ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

প্রতিবেদক
Alltime BD News24 .com
ডিসেম্বর ২১, ২০২১ ২:৫৯ পূর্বাহ্ণ

সোমবার (২০ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে ছিন্নমূল ও অসহায় মানুষের দুর্ভোগ চরমে।

তীব্র শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হওয়া খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপাকে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে শীতার্ত মানুষকে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার চুয়াডাঙ্গায় ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটিই দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

তীব্র শীতে প্রয়োজনীয় কাজ ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন খেটেখাওয়া মানুষগুলো। সোমবার ভোরে এলাকার বিভিন্ন মোড়ে ও চায়ের দোকানে শীত নিবারণের চেষ্টায় আগুন জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে নিম্নআয়ের মানুষগুলোকে।

সরজিত কুমার নামে এক কৃষক বলেন, প্রচণ্ড শীতের কারণে মাঠে কাজ করতে যেতে পারিনি।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, সোমবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। এটাই চলতি মৌসুমের জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

তিনি আরও বলেন, আজ থেকে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আরও কয়েকদিন থাকবে। এ তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান তিনি।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি