বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে ২৬নং ওয়ার্ডের চারজন মৃত ব্যাক্তির স্বরনে মহানগর মুছলিহীন কমিটির উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
নগরীর ২৬ নং ওয়ার্ডের বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মহানগর মুছলিহীন কমিটির সদস্য মরহুম মুফতী আঃজলিল, মরহুম আঃমজিদ খান, মরহুম মোঃনাসির খান ও মরহুম মোঃজাহাঙ্গীর খান মৃত্যু বরন করেন।
উক্ত ওয়ার্ড মুছলীহীন সদস্যদের স্মরনে নগরীর মধ্যে হরিনাফুলিয়া সিকদার বাড়ি সম্মুখের জামে মসজিদ প্রাঙ্গনে স্মরন সভা ও রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
উক্ত স্বরন সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবরিশাল মহানগর মুছলিহীনের সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন।
বিশেষ অতিথি মহানগর মুছলিহীন স্বেচ্ছাসেবক কমিটির সভাপতি এ্যাড. নজরুল ইসলাম, মুছলিহীন ২৬নং ওয়ার্ড কমিটির সাধারন সম্পাদক মোঃলিটন খান।
উক্ত মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন বরিশাল মহানগর মুছলিহীনের পরিচালক মাওঃ মহিউদ্দিন ছাহেব।
(Visited ৩ times, ১ visits today)