গতকাল ২৪ নভেম্বর বুধবার রাত নয়টার দিকে রোটারি ক্লাব অব বরিশাল মেট্রোপলিটন এর উদ্যোগে বরিশাল এলজিইডি’র কনফারেন্স রুমে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ব্রেইল কোরআন শরিফ ও সাদাছড়ি বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিইডি অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃনাজমুল হুদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও রোটারী ক্লাব অব বরিশালের প্রেসিডেন্ট আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ব্রেইল কোরআন শরিফ ও সাদাছড়ি বিতরণ করেন।
পরে রোটারী ক্লাব অব বরিশালের প্রেসিডেন্ট আলহাজ্ব মাহমুদুল হক খান মামুনের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী শরীফ জামাল উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন চাটার প্রেসিডেন্ট রোটারি মাহামুদুল করিম চৌধুরী হাসনাইন, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যাল এর ব্যবস্থাপনা পরিচালক এ,এফ,এম আনােয়ারুল হক (সাব্বির),দৈনিক প্রথম সকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী আল-মামুনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
(Visited ৩ times, ১ visits today)