রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.
বিপিএলে খুলনা টাইটান্স ২২ রানে হারিয়েছে বরিশাল বুলসকে।। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করে খুলনা।। মাহমুদুল্লাহ ৪৪ ও ওয়েসেল ৪০ রান করে।। তাতে ৭ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে খুলনা।। বরিশালের ব্যাটিং লাইন আপ দেখে মনে হচ্ছিল তারা এই রান টপকে যাবে।।কিন্তু তারা তা পারে নি।। ১৯.৩ ওভারে ১২৯ রানে অল আউট তারা।।মুশফিক ৩৫ এবং নাফিস করেন ২৮ রান।। ১৭ রানে ৪ উইকেট নেন খুলনার শফিউল ইসলাম।। এটি খুলনার পঞ্চম জয়।। ৬ ম্যাচে ৫ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে খুলনা।। ৬ ম্যাচের ৩টিতে হারল বরিশাল।।তারা আছে ৪ নাম্বরে।।
(Visited ১৩ times, ১ visits today)