বুধবার , ২৯ সেপ্টেম্বর ২০২১ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ঝালকাঠিতে গুপ্তধন-তান্ত্রিকের কথা বলে হাতিয়ে নিল লাখ টাকা

প্রতিবেদক
Alltime BD News24 .com
সেপ্টেম্বর ২৯, ২০২১ ৩:৪০ পূর্বাহ্ণ

ঝালকাঠির রাজাপুরে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার গালুয়া দুর্গাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা গুপ্তধন-তান্ত্রিকের কথা বলে ১ লাখ টাকা হাতিয়ে নেয় বলে জানা গেছে।

গ্রেফতাররা হলো- বাগেরহাট জেলার মোড়লগঞ্জের খাউলিয়া এলাকার মো. দুলাল খানের ছেলে মো. আরিফ খান জয় (২৩), লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া এলাকার মো. আজাদের ছেলে মো. তারেক (২৩)।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গালুয়া দুর্গাপুর এলাকার মো. সাইদুর রহমান আজাদের ছেলে মো. মাসুম বিল্লাহর ঘরে গুপ্তধন আছে- এমন তথ্য জানায় জুয়েল নামে প্রতারক চক্রের এক সদস্য।

গুপ্তধন তুলতে ভারত থেকে তান্ত্রিক ভাড়ার কথা বলে প্রথম দফায় গত ১৫ এপ্রিল এক লাখ টাকা হাতিয়ে নেয়। পরে দ্বিতীয় দফায় ৩ সেপ্টেম্বর তান্ত্রিক নিয়ে আসার খরচ বাবদ পাঁচ হাজার বিকাশে নেয় জুয়েল।

১৭ সেপ্টেম্বর মাসুমের বাড়িতে আসেন তারা এবং মাসুমের ঘরের মাটি খুঁড়ে গুপ্তধন খুঁজতে থাকেন জুয়েল, আরিফ ও তারেক।

শেষে তৃতীয় দফায় গুপ্তধন পরশপাথরসদৃশ স্বচ্ছ কাঁচের ওয়েট পেপার মাটির মধ্যে পুঁতে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখে এবং সেটি পরিশোধিত করতে তারা সিঁদুর, রক্ত, সাপের মাথা ক্রয় করতে চল্লিশ হাজার টাকা হাতিয়ে নেয়।

এ ঘটনায় মাসুমের সন্দেহ হলে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) তাদের আটকে রেখে পুলিশে খবর দেন তিনি। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল পালিয়ে যায়। বাকি দুইজন আরিফ ও তারেক গ্রেফতার হয়।

রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, গ্রেফতার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

(Visited ৪ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি