বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলা বোরহানউদ্দিন উপজেলা আ’লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়।
এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আ’লীগ কার্যালয় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিন উপজেলা আ’লীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন হায়দার এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আ.ন.ম আবদুল্ল্যাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রাসেল আহমেদ প্রমূখ।
এসময় উপজেলা আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন পৌর বাজার মসজিদ এর খতিব মাওলানা মোঃ মিজানুর রহমান। দোয়া মাহফিল শেষে কেক কেটে দিনটি উদযাপন করে আ’লীগের নেতৃবৃন্দ।
(Visited ১ times, ১ visits today)