ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি ইলিশ।
শনিবার দুপুরে মাছটি সদরের ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মৎস্যঘাটে আনলে উৎসুক মানুষ এক নজর দেখার জন্য ভিড় জমান।
মাছটি ধরা পড়েছে সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মাঝেরচর এলাকার ইউছুফ মাঝির জালে। তুলাতুলি মাছঘাটে নিয়ে এলে নাছির উদ্দীন নান্নু চেয়ারম্যানের মৎস্য আড়তে মাছটি তিন হাজার ২০০ টাকায় কেনেন কামাল বেপারী।
তুলাতুলি মাছঘাটের আড়তদার মো. ইউনুছ বেপারী জানান, শুক্রবার রাতে মেঘনা নদীর কাচিয়া মাঝেরচর এলাকার ইউছুফ মাঝির জালে দুই কেজি ১০০ গ্রাম ওজনের ইলিশ মাছটি ধরা পড়ে।
পরে মাছটি তুলাতুলি ঘাটের কামাল বেপারী তিন হাজার ২০০ টাকায় কিনে বরিশালে পাঠান। বরিশালে মাছটি চার হাজার টাকায় বিক্রি হয়।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম বলেন, ইলিশের প্রজনন মৌসুমকে সামনে রেখে সাগর থেকে বড় আকারের ইলিশ মেঘনায় উঠে আসছে। এ কারণে জেলেদের জালে বড় ইলিশ পাওয়া যাচ্ছে।