রবিবার , ২৬ সেপ্টেম্বর ২০২১ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

পুলিশের সাথে সাধারন মানুষের সম্পর্কের সেতুবন্ধন তৈরী করতে হবে: ডিসি দক্ষিন আলী আশরাফ ভূঞা

প্রতিবেদক
Alltime BD News24 .com
সেপ্টেম্বর ২৬, ২০২১ ৩:০৪ পূর্বাহ্ণ

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র উপ-পুলিশ কমিশনার দক্ষিন মোঃ আলী আশরাফ ভূঞা (বিপিএম বার) বলেছেন, বরিশাল শহরের সাধারন মানুষ খুবই শান্তিপ্রিয়, এ শহরের রাস্তাগুলো অন্যান্য শহরের তুলনায় বেশ প্রশস্থ নদী পথ থাকার কারনে এখানে তুলনামুলক জ্যাম কম।

তবে এ শহরে চুরির প্রবনতা রয়েছে।আগে চুরির প্রবনতা অনেক বেশী ছিল।এখন পুলিশ সদস্যদের অক্লান্ত প্রচেষ্টার ফলে এর হার আগের চেয়ে কিছুটা কমেছে কিন্তু একবারে বন্ধ হয়নি।

আমরা বরিশাল শহরের নাগরিকদেরকে নিরাপদ একটি শহর উপহার দিতে চাই।আমরা যে কোন ঘটনা ঘটার আগেই এ ঘটনাগুলোকে বন্ধ করতে চাই।

এ জন্য পুলিশকে তথ্যদিয়ে সহযোগিতা করতে হবে।আপনারা জানেন আগের চেয়ে থানার পরিবেশ অনেক পরিবর্তন হয়েছে।

পুলিশের সাথে সাধারন মানুষের সম্পর্কের সেতুবন্ধন তৈরী করতে হবে।তাহলেই আমরা জনগনকে নির্ভেজাল কাংক্ষিত সেবা দিতে পারবো।

আজ শনিবার(২৫ সেপ্টেম্বর) বিকালে বিসিসি ১৩ নং ওয়ার্ড দক্ষিন আলেকান্দা কালুখান বাড়ীর সম্মুখে বিএমপি কোতয়ালী মডেল থানা কতৃক আয়োজিত ১২ ও ১৩ নং বিটে জনসচেতনতা মূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,বাসায় চুরি বন্ধে আপনাদের বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে।বাসায় দারোয়ান রাখতে হবে অথবা সিসি ক্যামেরা দিতে হবে অথবা কলাপসিকল গেট রাখতে হবে।

তাহলে বাইরের অনাকাঙ্ক্ষিত লোকজন আর ভিতরে ঢুকতে পারবেনা।আমরা চাই কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক।

সুতরাং দায়িত্বের ভাবনা থেকে বিট পুলিশিংয়ের মাধ্যমে এ শহরকে আমরা চুরি মুক্ত করতে চাই।আমরা গনমুখী পুলিশ হতে চাই।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিন মোঃ ফজলুল করিম বলেন,বরিশাল মেট্রোপলিটন পুলিশ জননিরাপত্তায় সদা জাগ্রত।বাংলাদেশ পুলিশ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দিন দিন সামনে এগিয়ে যাচ্ছে এবং সমাজের অপরাধ প্রবনতাকে কমিয়ে আনছে।

আমরা চাই কোন ঘটনা ঘটার আগেই তা যেন বন্ধ করেদিতে পারি।সুতরাং আপনারা যে কোন বিষয়ে তথ্য দিয়ে আমাদের তথ্য ভান্ডারকে সমৃদ্ধ করুন।

আমরা আপনাদের পরিচয় গোপন রাখবো।আমরা কোন অন্যায়কে প্রশ্রয় দেইনা।আমরা তথ্য,পেলে আমাদের কাজ আরো বেগবান হবে।

সভাপতির বক্তব্যে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বলেন,এই শহরে দিনের বেলায় চুরি সংঘঠিত হয়।

যে সব আবাসিক ভবনের নিচ তলায় কলাপসিবল গেট নাই।এ সব ভবনে সকাল ১০ টার পরে ও সন্ধার পরে চুরি সংঘঠিত হয়।

সাধারনত সকালে ও সন্ধায় চাকুরীজীবীরা বাসায় থাকেনা আর এ সময়ই এ সব বাসায় চুরি সংঘঠিত হয়।মাত্র ১০ মিনিটের মধ্যে এ সব চুরি সংঘঠিত হয়।সুতরাং এ বিষয়ে আমাদের সকলকে সচেতন হতে হবে।

এ সময় অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন,বিসিসি ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মেহেদী পারভেজ আবির,১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রমুখ।

(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি