রবিবার , ২৬ সেপ্টেম্বর ২০২১ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Alltime BD News24 .com
সেপ্টেম্বর ২৬, ২০২১ ২:৩০ পূর্বাহ্ণ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন ও বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকারপ্রধানদের সঙ্গে আলোচনায় যোগদান শেষে নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সপ্তাহব্যাপী সরকারি সফর শেষে স্থানীয় সময় শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ওয়াশিংটনের উদ্দেশে যাত্রা করেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে ওয়াশিংটন ডিসির উদ্দেশে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা দিয়েছে।’

বিমানটি স্থানীয় সময় সকাল ১০টা ০৩ মিনিটে ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

নিউইয়র্ক বিমানবন্দরে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। পরে ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম।

ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিয়ে দুদিনের যাত্রা বিরতির পর গত ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর সকালে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে অবস্থানকালে গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে বাংলায় ভাষণ দেন। এছাড়া ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থানের সময় বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের ও রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। বিভিন্ন দেশের সরকার, রাষ্ট্র ও সংগঠন প্রধানের সঙ্গেও কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক হয় তার।

গত ২০ সেপ্টেম্বর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তার সম্মানে জাতিসংঘ সদরদপ্তরের নর্থ লনের ইউএন গার্ডেনে একটি চারাগাছ রোপন করেন প্রধানমন্ত্রী। প্রায় দুই সপ্তাহের সফর শেষে আগামী ১ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
বাজেট 2017-18

যেসব পণ্যের দাম কমতে পারে

সিরিয়া-তুরস্কের মানুষের পাশে সানি লিওন

‘সবার জন্য অনার্স-মাস্টার্স আর পিএইচডি ডিগ্রির প্রয়োজন নেই’ – শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

বরিশালে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সদস্যদের পক্ষ থেকে জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে ২০ হাজার টাকা অনুদান প্রদান।

পুলিশ পরিচয়ে ৫০ নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক, আটক রাজ

উজিরপুরে প্রতিপক্ষরা স্বামী-স্ত্রীর আঙ্গুল ও কান কামড়িয়ে বিচ্ছিন্ন করার অভিযোগ

বরিশালে আমদানী করা কাপড়ের বৈধ কাগজ পত্রে না থাকার অপরাধে ০৩টি দোকানে ২০ হাজার টাকা জরিমানা

ভবন নির্মাণে বিল্ডিং কোড প্রয়োগ হয় না : অর্থমন্ত্রী

ট্রাফিক পুলিশকে মারধরকারী সেই তানজিল কারাগারে

জীবিত ২২ জনের মধ্যে ৯ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়