আইপিডিজি ডিস্ট্রিক ৩২৮১, ২০২০-২১এর গভর্নর মো. রুবায়েত হোসেনকে বরিশাল সার্কিট হাউজে ফুলেল শুভেচ্ছা জানান রোটারি ক্লাব অব বরিশালের সভাপতি মাহামুদুল হক খান মামুন ও সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন ডিস্ট্রিক কমিটির চেয়ারম্যান রোটারীয়ান হান্নান মল্লিক, এডিশনাল ডিস্ট্রিক ট্রেইনার রোটারীয়ান রাসেল খান, আইপিপি ইসমাইল হোসেন সিরাজি, আইপিপি শেখ সাদি খান, আইপিপি ফেরদৌস, আইপিপি একে আজাদ, ডিস্ট্রিক ডেপুটি ট্রেইনার মাহতাব উদ্দিন আল-মাহমুদ, গ্রেটার বরিশালের সভাপতি আবদুল হালিম ভুইয়া, বরিশাল মেট্রোপলিটনের সভাপতি হাসনাইন চৌধুরী, বরিশাল নিউ সিটির সভাপতি কাজী আল-মামুন, রূপাতলীর সভাপতি শেখর দাস শিবু প্রমূখ।
(Visited ৫ times, ১ visits today)