রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.
চতুর্থ মেয়াদের জন্য চ্যান্সেলর পদে লড়তে চান জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ।। ৬২ বছর বয়সী মেরকেলের আবার চ্যান্সেলর পদে লড়াই করার সম্ভাবনা আছে বলে জানান তাঁর দল কনজারভেটিভ পার্টির নেতারা।। এর আগে ২০০৫,২০০৯ ও ২০১৩ সালে তিনি পরপর তিন বার দেশটির চ্যান্সেলর নির্বাচিত হন।। আগামী বছরের শরত্কালে জার্মানিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।। দেশটিতে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।।
(Visited ১০ times, ১ visits today)