কবি–আর.এম।,
নদ,নদী আর খালে বিলে
নৌকা সারি সারি,
মাগো এমন দেশেই বাড়ি
আমার এমন দেশেই বাড়ি।
বইছে নদী আঁকা-বাঁকা
নদীর বুকে ঢেউ,
এমন দেশটি কোথাও খুঁজে
পাবেনাকো কেউ।
হরেক রকম গাছ-গাছালি
হরেক রকম পাখি,
ইচ্ছে হলেই মনের সুখে
দেশের ছবি আঁকি।
শস্য শ্যামল এই ছবিটি
দাম দিয়ে নয় কেনা,
দেখলে তোমার মনে হবে
ছবিটি বেশ চেনা।
আঁকা-বাঁকা পথ চলেছে
পথের নাইতো শেষ,
পথের মাঝে নানান মানুষ
নানান রকম বেশ।
পথের বুকে নানান কাজে
নানান মানুষ হাঁটে,
এমনি করেই দিন-রাত্রি
যায়যে কখন কেটে।
রং তুলি নেই তবু আঁকি
আমার দেশের ছবি,
এই দেশেতেই জন্ম আমার
আমি এই দেশেরই কবি।
(Visited ৩৫ times, ১ visits today)