দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখা।
বৃহস্পতিবার বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা প্রধানমন্ত্রীর নিকট অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়ে বলেন, ঘরে বসে শিক্ষার্থীরা মোবাইল গেমে আসক্ত হয়ে বেশির ভাগই লেখাপড়ায় অমনোযোগী হয়ে পড়েছে। বাল্যবিবাহের সংখ্যা কয়েকগুণ বেড়ে গেছে।
আগামী প্রজন্ম শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। এজন্য অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন রক্ষার দাবি জানান তারা।
(Visited ২ times, ১ visits today)