গত (১৮ আগস্ট) বরিশাল সদর উপজেলায় শোক দিবসের ব্যানার অপসারণকে কেন্দ্র করে ইউএনও, পুলিশ, আওয়ামীলীগের মধ্যে গোলাগুলি সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় আনসার পুলিশ ও আওয়ামীলীগের আহত হয় প্রায় অর্ধশতাধিক।
সেই ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেন ইউএনও মুনিবুর রহমান এবং কোতোয়ালি মডেল থানার এস আই শাহাজালাল। মামলা দায়েরের পর ২২ জনকে আটক করেন পুলিশ।
আজ বুধবার (২৫ আগস্ট) আসামিদের জামিন আবেদন করলে, ১২ আসামিদের জামিন মঞ্জুর করেন আদালাত।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট একে,এম জাহাঙ্গীর।
তিনি বলেন, একটি ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষের ঘটনা ঘটে এবং উভয়পক্ষ থেকে মামলা দায়েরও করা হয়।
আজ ইউএনও এবং পুলিশের দায়ের করা মামলায় আসামিদের জামিন আবেদন করলে ইউএনওর করা মামলায় ৩ জন ও পুলিশের করা মামলায় ৯ জন আসামির জামিন মঞ্জুর করেন আদালাত।
এদিকে ইউএনও মুনিবুর রহমান ও কোতোয়ালি থানার ওসিসহ ৭/৮০ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলার আবেদন করলে, আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।