রিপোর্ট : জাকারিয়া আলম দিপু
নারায়ণগঞ্জ সিটি জনপ্রিয় ব্যক্তিত্ব মেয়র সেলিনা হায়াৎ আইভী।নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগের নৌকা প্রতীক পাওয়ার পর উল্লাসে ফেটে পড়েছেন তাঁর কর্মী-সমর্থকেরা।গতকাল সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগে কোনো পক্ষ নেই। পক্ষ একটি বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনার আওয়ামী লীগ। সে কারণে কমবেশি দ্বন্দ্ব-বিভেদ থাকতে পারে আমাকে বেছে নেওয়ায়।আমি মনে করি, একসঙ্গে সবাই মিলে কাজ করব। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আইভীকে বেছে নেওয়ার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের নেতারা বলেন, ‘আইভীর যোগ্যতা, জনপ্রিয়তা এবং তৃণমূলে গ্রহণযোগ্যতার কারণে তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা তৃণমূলে খবরাখবর নিয়ে দেখেছি, তৃণমূলে তিনি সবচেয়ে জনপ্রিয়। এ কারণে তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে।’ মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে নারায়ণগঞ্জে দলের ভারসাম্য রক্ষার বিষয়টি গুরুত্ব পেয়েছে।দলীয় মনোনয়নের ক্ষেত্রে সবকিছু দেখা হয়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে যে কজন মেয়র প্রার্থী ছিলেন, এর মধ্যে আওয়ামী লীগ সেরা প্রার্থীকে বেছে নিল। গতবারের মতো ভুল করেনি।খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জেলার রাজনীতিসহ সবকিছুই ওসমান পরিবারের নিয়ন্ত্রণে। একমাত্র সিটি করপোরেশন ওই পরিবারের হাতছাড়া। এরই ফলে আইভীকে কিছুদিন আগে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মনোনীত করা হয়। ওসমান পরিবারের একক আধিপত্য থেকে ধীরে ধীরে সেখানে দলীয় রাজনীতিতে ভারসাম্য আনতে চাইছে দলটি।