বাংলাদেশের মারকুটে ব্যাটসম্যান তামিম ইকবাল ১০ হাজার রানের ক্লাবে পা রাখতে প্রয়োজন ছিল ১ রানের। মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় ছিলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে নেমে রান নেওয়ার মধ্যে দিয়ে পৌঁছে গেছেন এই মাইলফলকে। ফলে আন্তর্জাতিক ক্যারিয়ারে স্পর্শ করলেন ১০ হাজার রানের মাইলফলকটি।
ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট করতে নেমে লাকমালের প্রথম ওভারের তৃতীয় বলে ২ রান নিয়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম।
টেস্টে এখন পর্যন্ত ৪৯ ম্যাচে ৯৪ ইনিংসে ব্যাট করে রান করেছেন ৩৬৭৭। সর্বোচ্চ ২০৬। গড় ৩৯.৫৩ করে। সেঞ্চুরি ৮টি এবং হাফ সেঞ্চুরি ২২টি। ১৬২ ওয়ানডেতে ১৬১ ইনিংসে ব্যাট করে তামিমের সংগ্রহ ৫১২০। সর্বোচ্চ ১৫৪। ৩২.৪০ গড়। সেঞ্চুরি ৭টি এবং হাফ সেঞ্চুরি ৩৪টি। তামিম টি-টোয়েন্টি খেলেছেন মোট ৫৫টি। ব্যাট করেছেন সবগুলোতেই। ২৪.০৪ গড়ে রান করেছেন ১২০২। সেঞ্চুরি একটি, হাফ সেঞ্চুরি ৪টি। সর্বোচ্চ রান অপরাজিত ১০৩।