শামীম আহমেদ : খুলনার রুপসা উপজেলার শিয়ালকাঠি গ্রামে অর্ধশত হিন্দু পরিবারের উপর হামলা চালিয়ে মন্দির, প্রতিমা এবং ব্যবসা-পতিষ্ঠান ভাঙচুরের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট এবং বিভিন্ন সংগঠন।
আজ (১৩ই আগস্ট) শুক্রবার সকাল ১০টায় নগরীর সদর রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের সভাপতি সঞ্জয় ঘোষ এর সভাপতিত্বে উপস্থিত বক্তারা বলেন, দেশে ভাবমূর্তি বিনষ্ট করতেই মৌলবাদী স্বাধীনতা বিরোধী চক্র এই হামলার ঘটনা ঘটিয়েছে।
এই ধরণের হামলা ও নির্যাতন চালিয়ে অস্তিতিশীল পরিস্থিতি তৈরী করে এ দেশ থেকে হিন্দু শূণ্য করার চেষ্টা চালানো হচ্ছে।
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এদের কঠোর হাতে দমন করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
একই সঙ্গে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
কর্মসূচিতে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট, শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন, বাংলাদেশ জাতীয় হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোটের নেতা-কর্মীরা অংশ নেয়।