বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীমের বাড়ির রান্নাঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার সন্ধ্যায় নগরীর বটতলা সড়কস্থ তার বাসভবনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম।
বাসভবনের কেয়ারটেকার সাজ্জাদ হোসেন জানান, শনিবার বাড়ির রান্নাঘরের কাঠের চুলায় দুপুরের খাবার রান্নার পর ঘর বন্ধ করে চলে যান। মাগরিবের নামাজের পর হঠাৎ আগুনের সূত্রপাত হয়।
এসময় প্রতিমন্ত্রীর বাড়িতে থাকা নেতাকর্মী ও স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানো শুরু করে। পরে বরিশাল ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
বরিশাল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বেলাল উদ্দিন, রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত।
খবর পেয়ে দ্রুততার সাথে মাত্র ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ৫টি দল কাজ করেছে।
বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, ওই বাড়ির কেয়ারটেকার রান্না ঘরে দুপুরের খাবার তৈরি করেছিলেন। ধারণা করা হচ্ছে সেই ঘরের চুলা থেকেই আগুনের সূত্রপাত।