শুক্রবার , ২৫ জুন ২০২১ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশাল বিভাগে করোনায় ৫ জনের মৃত্যু নতুন আক্রান্ত ১২২

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুন ২৫, ২০২১ ৪:৫৮ পূর্বাহ্ণ

বরিশাল বিভাগে বিগত ২৪ ঘণ্টায় নতুন করে ১২২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৬৭৩ জন।

 

এই সময়ে উপসর্গ ও করেনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল, পিরোজপুর জেলা হাসপাতাল ও রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজনের মৃত্যু হয়েছে।

এছাড়া বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯৯ জন বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ১৬ হাজার ৬৭৩ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৯৮ জন।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন শনাক্ত ৩৬ জন নিয়ে মোট ৭ হাজার ৪৬২ জন, পটুয়াখালী জেলায় নতুন ৪ জন নিয়ে মোট ২৪০৪ জন, ভোলা জেলায় নতুন ৬ জনসহ মোট ২০১৪ জন, পিরোজপুর জেলায় নতুন ৫২ জন নিয়ে মোট ১৯৪৭ জন, বরগুনা জেলায় নতুন শনাক্ত না থাকায় মোট আক্রান্ত ১৩৪৬ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ২৪ জন শনাক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৫০০ জন।

এদিকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জে. খান স্বপন জানান, বিগত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে মোট ১৫ জন এবং করোনা ওয়ার্ডে ৪ জন ভর্তি হয়েছেন।

উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি দুইজন এবং করোনা ওয়ার্ডে একজন মৃত্যুবরণ করেন।

করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৬৭ জন রোগী চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ২৫ জনের করোনা পজিটিভ এবং ৪২ জন আইসোলেশনে রয়েছে।

আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৯ জন করোনা পরীক্ষা করান। এরমধ্যে ৪৪.৪৪ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

বরিশাল বিভাগে সর্বপ্রথম ২০২০ সালের ৯ মার্চ পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি