আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বরিশাল সদর উপজেলা ৩নং চরবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে টিউবওয়েল মার্কার পথসভা করেন মেম্বর প্রার্থী মোঃরেজাউল করিম রুবেল।
শনিবার (১৯ জুন) বিকাল চারটার সময় কাগাশুরা বাজার সহ ৩নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে পথসভা করেন রুবেল।
পথসভা শেষে করে রুবেল বলেন, মাদক সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়তে দীর্ঘ প্রতীক্ষায় সকলের দোয়া ও রায় প্রত্যাশী | বিগত দিনে যারা নির্বাচিত হয়েছেন তারা এ ওয়ার্ডের ভাল কিছু উপহার দিতে পারেনি। করেনি রাস্তা-ঘাটের উন্নয়ন। এবার আমাকে এ নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিজয়ী করলে এ ওয়ার্ড কে উন্নয়নের রোল মডেলসহ গরিব-দু:খী মেহনতি মানুষের কল্যাণে কাজ করার সুযোগ চাই। আমাকে এক বারের জন্য আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি যদি ভোটে জয়লাভ করতে পারি এ ওয়ার্ডকে ডিজিটাল ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।অবহেলিত ৩নং ওয়ার্ড কে আধুনিক আদর্শ ওয়ার্ড গড়ে তুলতে সামনে এগিয়ে নিতে এলাকাবাসীর সহযোগিতা চাই | নির্বাচিত হলে এলাকার দল-মত নির্বিশেষে সকলের মতামতের ভিত্তিতে এলাকার রাস্তাঘাট ব্রিজ-কালভার্ট নির্মাণ এবং ড্রেনিং ব্যবস্থার উন্নতি করব | গরীব অসহায় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে সুষ্ঠুভাবে মাতৃত্বকালীন ভাতা,বয়স্ক ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা সঠিকভাবে গরিব অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে সুষ্ঠুভাবে বিতরণ করব | এই জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়ন করব |
সে-সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাবেক রাসেদুল ইসলাম রাসেল, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃমজিবর রহমান বেপারী, মোঃবাবুল বেপারী, ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ওহেদ খান, ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি নুরুজ্জামান শাহীন, যুবলীগ নেতা সোরাফ হোসেন, মামুন মোল্লা, শুকুর সহ সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীরা।
(Visited ৫ times, ১ visits today)