বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ (১৫ জুন) মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় বিশ্ব পরিবেশ দিবস সম্মিলিত উদযাপন পর্ষদ বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রণজিৎ কুমার দত্ত।
বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক পরিবেশ অধিদপ্তর বরিশাল মোঃ কামরুজ্জামান সরকার, সহকারী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড বরিশাল মাহমুদুল হাসান, সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক, সমন্বয়ক বাপা মোঃ রফিকুল আলমসহ আরও অনেক উপস্থিত ছিলেন।
শুরুতে এক আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে অতিথিরা আলোচনা করেন।
(Visited ১ times, ১ visits today)