বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ এর সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে ১ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাকী দাস।
আজ সরকার কর্তৃক ঘোষিত “লকডাউন” কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নসহ জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি এবং বাজার মনিটরিংসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাকী দাস।
এসময় বরিশাল নগরীর ডিসি ঘাট, চরকাউয়া খেয়াঘাট, বান্দ রোড় এলাকায় করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ০৫ ব্যক্তি ও ০৪ প্রতিষ্ঠানকে স্বাস্থ্য বিধি অনুসরন না করায় মোট ৬,৩৫০ টাকা অর্থদন্ড দেয়া হয়।
উক্ত অভিযানে আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।
অভিযান শেষে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।